'Shoroter Sesh Theke' Song Is Sung by Pritom Hasan. This Song Lyrics Written by Inamul Tahsin. Music Composed by Musfiq Litu. Starring This Song Pritom Hasan & Israt Sabrin. Shoroter Sesh Theke Song Published On 2 Jun 2022 from 'Pritom Hasan' YouTube Channel.
Song Name : Shoroter Sesh Theke (শরতের শেষ থেকে)
Music & Singer : Pritom Hasan
Lyrics : Inamul Tahsin
Script & Direction: Team Pritom
Producer : Waliun Nabi
Creative Supervision : Affan Aziz Pritul
DOP : Parbot Raihan
2nd DOP : Prottoy Asaf
Edit : Leo, Rakkhosh
CG & VFX : Leo
Color Grading : Ummid Ashraf
Art Director : Konok Titu
Set : Billal
Camera House : Film Stock Rental
Production Supervision : Pencil Box
Released Date : 03-06-2022
'শরতের শেষ থেকে' লিরিক্স বাংলা :
'গ্রীষ্মতে ছায়ার মতো
শীতল চোখ তোমার,
মেঘ হয়ে ঢেকেছে
যত রোদ জানালার,
হয়নি সাহস কথা বলার
তবু তোমার নামে লিখে
গেছি এক চিঠি শতবার।
শরতের শেষ থেকে
বসন্ত পুরোটা ভেবে তোমাকে,
কেটে যাবে..যদি মন থেকে
ডেকে দেখো আমায়
পেয়ে যাবে,
পেয়ে যাবে।
যে রাতে তোমার দু'চোখ
ঘুমহীন আবার,
সেই রাতে তোমার কাছে
পাঠাবো চাঁদ আমার,
আলো দেবে সে জেগে
রাতভর তারার সাথে,
আর গল্প শোনাবে তোমার আমার।
শরতের শেষ
থেকে বসন্ত পুরোটা
ভেবে তোমাকে কেটে যাবে,
যদি মন থেকে ডেকে দেখো
আমায় পেয়ে যাবে পেয়ে যাবে।
শরতের শেষ থেকে
শরতের শেষ থেকে..
[ সমাপ্তি]