'Apon Manush Chena Boro Daay' Song Is Sung By Sukumar Baul. Music Composed by Ah Turjo. This Song Lyric And Tune Created By Jashim Uddin Akash And SK Sanu. This Song Published In 24 March 2022 BD29 Multimedia YouTube Channel.
Song Name : Apon Manush Chena Boro Daay (আপন মানুষ চেনা বড় দায়)
Singer : Sukumar Baul
Lyricist : Jashim Uddin Akash
Tune : SK Sanu
Music : Ah Turjo
Flute : Babu
Guitar : Mintu Chowdhury
Dotara : Anando
Studio : TJ Music
Makeover : Rose Makeover
Edit & Color & Direction : GMC Sohan
Ad : GMS Shamim
Cast : Parag Biswas & Aliza Zaman Rituporna & GMC Sohan, Rs Romjan
Distribution : P Tune Studio
Design : Munna
Label : BD29 Multimedia
Produce By : Jashim Uddin Akash
Published : 24/3/2022
'আপন মানুষ চেনা বড় দায়' লিরিক্স বাংলা :
'আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়,
আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়।
'চাইলে তারে যায় না ভুলা
বুকের ভিতর কষ্টের মেলা,
চাইলে তারে যায় না ভুলা
বুকের ভিতর কষ্টের মেলা।
আপন মানুষ সবচেয়ে বেশি
আপনকে কাঁদায় আপনকে কাঁদায়
'আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়,
আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়।
'বাবুই পাখি ঘর বাধিলে হয় না
ঘরে ঠাই..
ঝড় বাদলে কাটাইরে সেই
ঘরের দরজায়।
'পারে না সে ছাড়তে মায়া
ছাড়ে না ঠিকানা,
আমি হলাম পথের পথিক
পথেই ঠিকানা।
'বাবুই পাখি ঘর বাধিলে হয় না
ঘরে ঠাই
ঝড় বাদলে কাটাইরে সেই
ঘরের দরজায়।
'পারে না সে ছাড়তে মায়া
ছাড়ে না ঠিকানা
আমি হলাম পথের পথিক..
'পথেই ঠিকানা
সময় সুযোগ পেলে মানুষ
শুধুই বদলে যায় শুধুই বদলে যায়..
'আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়,
আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়।
'স্বার্থ ছাড়া হয় না কেহ
কারোই আপন জন,
সুখে থেকো ভালো থেকো
করবো না বারণ।
'মন পিঞ্জরে কষ্ট জমা
সবাইকে বলতে মানা
আমি হলাম পথের পথিক
সবাই আমার চেনা।
'স্বার্থ ছাড়া হয় না কেহ
কারোই আপন জন,
সুখে থেকো ভালো থেকো
করবো না বারণ।
'মন পিঞ্জরেই কষ্ট জমা
সবাইকে বলতে মানা,
আমি হলাম পথের পথিক
সবাই আমার চেনা।
'কারনে অকারনে মানুষ
সহজে বদলায় সহজে বদলায়,
আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়।
'চাইলে তারে যায় না ভুলা
বুকের ভিতর কষ্টের মেলা,
আপন মানুষ সবচেয়ে বেশি
আপনকে কাঁদায় আপনকে কাঁদায়..
'আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়,
আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়..