Majhe Majhe Tobo Dekha Pai (মাঝে মাঝে তব দেখা পাই) Lyrics In Bangla - Rabindra Sangeet


'Majhe Majhe Tobo Dekha Pai' Rabindra Sangeet Is Sung by Sayak Bandyopadhyay from Bengali Movie Elar Char Addhay. This Song Lyrics In Bengali written by Rabindranath Tagore. The Same Song Is Sung by Srabani Sen, Shayan Chowdhury Arnob, Iman Chakraborty, Prashmita Paul, Jayati Chakraborty, Suchitra Mitra, and Many Various Artists In Their Own Way.

Song : Majhe Majhe Tobo Dekha Pai
Lyricist : Rabindranath Tagore
Singer : Sayak Bandyopadhyay
music direction & arrangement : Gaurab Chatterjee
recorded, mixed & mastered : Shomi Chatterjee

'মাঝে মাঝে তব দেখা পাই' লিরিক্স বাংলা :


'মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না,
কেন মেঘ আসে হৃদয়-আকাশে,
কেন মেঘ আসে হৃদয়-আকাশে,
তোমারে দেখিতে দেয় না।
মোহ-মেঘে তোমারে দেখিতে দেয় না,
মোহ-মেঘে তোমারে অন্ধ করে রাখে
তোমারে দেখিতে দেয় না,
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব।

'ক্ষণিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে,
ওহে হারাই হারাই সদা হয় ভয়
হারাই হারাই সদা হয় ভয়,
হারাইয়া ফেলি চকিতে
আশ না মিটিতে হারাইয়া
পলক না পড়িতে হারাইয়া,
হৃদয় না জুড়াতে হারাইয়া,
ফেলি চকিতে।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব।

'কী করিলে বলো পাইবো তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে,
ওহে এত প্রেম আমি কোথা পাবো নাথ
ওহে এত প্রেম আমি কোথা পাবো নাথ
তোমারে হৃদয়ে রাখিতে,
আমার সাধ্য কিবা তোমারে
দয়া না করিলে কে পারে
তুমি আপনি না এলে কে পারে
হৃদয়ে রাখিতে।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব।

'আর কারো পানে চাহিব না আর
করিব হে আমি প্রাণপণ,
ওহে তুমি যদি বলো এখনি করিবো
তুমি যদি বলো এখনি করিবো
বিষয়-বাসনা বিসর্জন দিব,
শ্রীচরণে বিষয়, দিব অকাতরে বিষয়
দিব তোমার লাগি বিষয়
বাসনা বিসর্জন।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব।

'কেন মেঘ আসে হৃদয় আকাশে,
কেন মেঘ আসে হৃদয় আকাশে,
তোমারে দেখিতে দেয় না।
মোহ-মেঘে তোমারে দেখিতে দেয় না,
মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে
তোমারে দেখিতে দেয় না,
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব।

[ সমাপ্তি]

Please do not enter any spam link in the comment box !

Post a Comment (0)
Previous Post Next Post