'Aj Onek Din Por' Song Is Sung by Biyas Sarkar. This Song Lyrics In Bangla Written by Siddhartha Sarkar. This Song Music Composed by Krishh Datta. Starring This Song Mukul Kumar Jana And Sremayee Chatterjee. Aj Onek Din Por Song Published On 20 July 2022 from 'Dreamhoot' YouTube Channel.
Song Name : Aj Onek Din Por (আজ অনেকদিন পর)
Singer : Biyas Sarkar
Lyrics and Tune : Siddhartha Sarkar
Music Producer : Krishh Datta
Cast : Mukul Kumar Jana & Sremayee Chatterjee
Directed By : Sd Dey
Director Of Photography : Aditya Paul
Edit & Colour : Aditya Paul
Makeup & Hair : Abonti Ghosh & team
Production Manager : Kajol Mondal
Production management : Sujoy Biswas and Surojit Das
Label : Dreamhoot
Released Date : 20-07-2020
'আজ অনেকদিন পর' গান লিরিক্স বাংলা :
'আজ অনেকদিন পর
তোমার বাড়ির কাছে এসে,
আমি কেমন যেন হারিয়ে গেছি
তোমায় ভালোবেসে..
'আমার কাছে তোমার কোনো
উড়ো চিঠি জমে নেই,
তুমি কেমন যেন বেঁচে থাকার অভিনয়।
'এক যেকোনো নদীর তীরে
দূর কোনো সাগরে
তুমি আবার আমায় খুঁজে পাবে, আবার।
এক যেকোনো নদীর তীরে
দূর কোনো সাগরে
তুমি আবার আমায় খুঁজে পাবে,
আবার, আমার স্পর্শ পাবে...
'আমি জানি তুমি আবার হারাবে
ভালোবেসে দূরে গিয়ে দাঁড়াবে,
আসকারা পাবে আমাদের অভিমান
আলেয়া ঘিরে শুধু কল্পনা।
'ভেজা আকাশের স্মৃতিরা
কুড়িয়ে পেলো শূন্যতা,
বৃষ্টি ছুঁলো আমাদের বিকেল।
'এক যেকোনো নদীর তীরে
দূর কোনো সাগরে
তুমি আবার আমায় খুঁজে পাবে, আবার।
এক যেকোনো নদীর তীরে
দূর কোনো সাগরে
তুমি আবার আমায় খুঁজে পাবে,
আবার, আমার স্পর্শ পাবে...
[ সমাপ্তি]