'Darun ' Song Is Sung by Anupam Roy. This Song Lyrics Written by Anupam Roy. Starring Anupam Roy And Band ft Sauraseni Maitra. Darun Song Published On 5 July 2022 from 'Saregama Bengali' YouTube Channel.
Song Nmae : Darun (দারুণ)
Singer : Anupam Roy
Music And Lyrics : Anupam Roy
Guitars : Bodhisattwa Ghosh
Keyboard : Nabarun Bose
Sitar : Abhishek Mullick
Bass : Kaustav Biswas
Drums : Sandipan Parial
Tabla : Joy Nandy
Recorded by : Srirup Chatterjee
Concept And Direction : Rohan Basu
Cinematography : Pallab Gayen
Producer : Sudarshana Maitra
Production House : Streetlight Films
Label : Saregama Bengali
Released Date : 05-07-2022
'দারুণ' লিরিক্স বাংলা :
'আমাকে কি প্রথম দিনে
গেঁথেছিলে গোপন পীনে,
শাড়ির ওই আঁচল জানে
ওভাবে তাকানোর মানে।
'বসলে ভালো খামখেয়ালে
খামোখা এ গান লেখালে,
আনমনে হাতটা ধরে
নিলে সবই কবজা করে।
আমিও তো নিজে, প্রেমে ভিজে
এখনও থামিনি যে...
'যা ছোঁয়া যায় না
যা পাওয়া যায় না,
যা বোঝা যায় না
তা তো দারুন...
'তোমাকে ছবিতে দেখি
আরও কাছে যদি পাই,
জানি তুমি আজ ভীষণ ব্যস্ত
তবুও কিছুটা চাই।
'তুমি থাকো তোমার সুরে
তুমি যাবে অনেক দূরে,
বাসলে ভালো খামখেয়ালে
খামোখা এ গান লেখালে।
আমিও তো নিজে, প্রেমে ভিজে
এখনও থামিনি যে...
'যা ছোঁয়া যায় না
যা পাওয়া যায় না,
যা বোঝা যায় না
তা তো দারুন...
'তুমি ছুঁড়ে দিলে আলো
মেপে দিলে পরিমান,
আমি আর একটু চেয়ে ফেলি
মেনে পুরুষের অভিধান।
'তুমি থাকো তোমার সুরে
তুমি যাবে অনেক দূরে,
বাসলে ভালো খামখেয়ালে
খামোখা এ গান লেখালে,
আমিও তো নিজে, প্রেমে ভিজে
এখনও থামিনি যে...
'যা ছোঁয়া যায় না
যা পাওয়া যায় না
যা বোঝা যায় না
তা তো দারুন...