'Nijer Jonno' Song Is Sung by Zunayed Evan from Ashes Band. This Song Mixed and Mastered by Sultan Rafsan Khan. This Song Lyrics In Bengali Written by Zunayed Evan. Nijer Jonno Song Published On 9 Oct 2020 from 'Ashes Bangladesh' YouTube Channel.
Song : Nijer Jonno (নিজের জন্য)
Band : Ashes
Singer : Zunayed Evan
Album : Antosharshunno
Lyrics and Tune by : Zunayed Evan
Directed By : Ziaul Hoque Polash
Edit : Saddam hossain
Cinematographer : Vasker Joni
Color : Ashraful Alom
Post Production : Gravity Studios
Production : Boom Films
Sponsored By ‘You’ (Clothing Brand)
Label : Ashes Bangladesh
Released Date : 09-10-2020
'নিজের জন্য' লিরিক্স বাংলা :
'আমি তো অনেকদিন আকাশের তারা গুনিনা
আমি তো এখন আর আমাকে খুঁজে পাইনা,
আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে
আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়।
'এই ক'টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা
এই ক'টা নিঃশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না,
এই ক'টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা,
এই ক'টা নিঃশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না।
'কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে,
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে,
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে।
'আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে
পাপের বন্ধনে থাকা সরল মানুষ,
টগবগে রক্ত বিপ্লবী নকশার মন
দুয়োর বন্ধ ঘরে ফুরিয়ে গেছে।
'এই ক'টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা
এই ক'টা নিশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না,
এই ক'টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা
এই ক'টা নিশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না।
'কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে,
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে,
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে,
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে।
[ সমাপ্তি]