'Pagol Naki' Song Is Sung by Debdeep Mukherjee from Kholam Kuchi Bangla Web Series. This Song Lyrics In Bengali Written by Debdeep Mukherjee. Starring This Song Anindya Sengupta, Sreya Bhattacharyya, Arpita Ghosh, Senjuti Roy Mukherjee, Sulagna Nath, Kripabindu Chowdhury, Subhankar Ghatak And Sucharita Manna. Pagol Naki Song Published On 07 July 2022 from 'Uribaba' YouTube Channel.
Song Name : Pagol Naki (পাগল নাকি)
Web Series : Kholam Kuchi
Singer : Debdeep Mukherjee
Music And Lyrics : Debdeep Mukherjee
Directed by : Saurav Palodhi
DOP : Ankkit Sengupta
Music Director : Debdeep Mukherjee
Lyrics : Debdeep Mukherjee
Music Label : Uribaba TV
Released Date : 07-07-2022
'পাগল নাকি' লিরিক্স বাংলা :
'রামধনু ঢুকে গেলো চোখে
খোঁপার বাঁধানো ঘাটে আলো,
হে, আমি তো মরেই গেছি কবে
নেহাত ও বেসেছিল ভালো, হায়।
'ইশারাতে ঠিক বুঝে যাবো
কেন এতো যে কথা জমিয়ে রাখো..?
যে যার মনের মাঝে একা একা একা
ঠিক জুটিয়েছে মনের খোরাকও।
'ওহে গৃহবাসী দ্বার
খোলো এবার প্লিজ খোলো,
নটে গাছটা কি বেঘোরে যে মলো
শুনি এইটা কেমন কথা হলো..?
আরে তোমার সময় হলে বলো,
টানে আচমকা কী হচ্ছেটা কী..?
এই এইবার খেলা গেছে জমে
তবু লাগবেনা যজ্ঞে বা হোমে,
আর হাতেখড়ি খাগের কলমে
এখনো তো কত কথা বাকি।
'বোবার শত্রু নেই তাই এই অবেলাতে
এমনিই চুপ করে থাকি,
যে মিছিলে আমি হাঁটি
তুমি এলে মনে হয়,
আজকে দিনটা খুব লাকি..!
'পাগল নাকি
আমিতো করিনি বাবা কিছু,
পাগল নাকি
ঘেঁটে তো দেখিনি উঁচু নীচু,
পাগল নাকি
আমি তো নিইনি কারো পিছু,
পাগল নাকি,
কে ফালতু যায় Machu Picchu..?
'পাগল নাকি
কে মারে দুপাখি এক ঢিলে..?
পাগল নাকি
শাক দিয়ে মাছ ঢেকে ছিলে,
পাগল নাকি
ছিপ নিয়ে যাবে কেন চিলে..?
পাগল নাকি
সব কথা গায়ে মেখে নিলে,
পাগল নাকি
আমি সেই যম যার যমের অরুচি,
চোখ মারলো খোলাম কুচি।
'জ্বর ছাড়লো খোলাম কুচি
বাড়ি ফিরলো খোলাম কুচি,
জুতো চিরল খোলাম কুচি
পুড়ে যাচ্ছে খোলাম কুচি,
করে খাচ্ছে খোলাম কুচি
কাছে আসছে খোলাম কুচি,
ভালোবাসছে খোলাম কুচি।
[ সমাপ্তি]