'Ghum Ghum Chokhe' Song Is Sung by Imran Mahmudul. Music Composed by Imran & Song Lyrics In Bangla Written by Jamal Hossain. This Song Director by Saikat Reza. Starring Imran Mahmudul And Nilanjona Neela.
Ghum Ghum Chokhe Song Published On 23 July 2022 from 'Rangon Music' YouTube Channel.
Song Name : Ghum Ghum Chokhe (ঘুম ঘুম চোখে)
Singer : Imran Mahmudul
Lyrics : Jamal Hossain
Additional Programming : Tonmay Mahabubul
Tune, Music and Programming : Imran Mahmudul
Mix And Master : Imran Mahmudul
Cinematographer : Bikash Saha And Rajon
Edit And Colour : SM Tushar
Production : SR Film
Label : Rangon Music
Released Date : 12-02-2022
'ঘুম ঘুম চোখে' লিরিক্স বাংলা :
'ঘুম ঘুম চোখে, দেখি আমি তোকে
কি যে ভালো লাগে, বোঝাতে পারিনা,
তুই নে বুঝেনে, রেখে মাথা রেখে
আমার এই বুকে, বলতে পারিনা..
'তোর থেকে চোখ যেন ফেরাতে পারিনা
এই পৃথিবীতে তুই তোরই তুলনা,
তোর থেকে চোখ যেন ফেরাতে পারিনা
এই পৃথিবীতে তুই তোরই তুলনা..
'ঘুম ঘুম চোখে, দেখি আমি তোকে
কি যে ভালো লাগে, বোঝাতে পারিনা,
তুই নে বুঝেনে, রেখে মাথা রেখে
আমার এই বুকে, বলতে পারিনা..
'মন ছুটে গেলে তোকে পেলে
কিছুই লাগে না ভালো
এ আমার কি যে হলো,
'মন ছুটে গেলে তোকে পেলে
কিছুই লাগে না ভালো
এ আমার কি যে হলো,
মন পড়ে রয় তোরই মাঝে
কেন তা জানিনা।
'ঘুম ঘুম চোখে, দেখি আমি তোকে
কি যে ভালো লাগে, বোঝাতে পারিনা,
তুই নে বুঝেনে, রেখে মাথা রেখে
আমার এই বুকে, বলতে পারিনা..
ও হো হো হো না না--এতো ভালোবাসি
'ঝুম বৃষ্টি এলে, তোর ছবিটা দোলে
মনেরই দেয়ালে, রাখি খুব খেয়ালে,
ঝুম বৃষ্টি এলে, তোর ছবিটা দোলে
মনেরই দেয়ালে, রাখি খুব খেয়ালে,
মরে যাবো তোরই এক ইশারায়
বলে শুধু দেখ না।
'ঘুম ঘুম চোখে, দেখি আমি তোকে
কি যে ভালো লাগে, বোঝাতে পারিনা,
তুই নে বুঝেনে, রেখে মাথা রেখে
আমার এই বুকে, বলতে পারিনা।
ও হো হো হো না না--বোঝাতে পারিনা।
[ সমাপ্তি]