'Moner Gho' Song Is Sung by Imran Mahmudul. Music Composed by Imran & Song Lyrics In Bangla Written by Robiul Islam Jibon. This Song Director by Saikat Reza. Moner Ghor Song Published On 12 Febauary 2022 from 'CD Choice' YouTube Channel.
Song Name : Moner Ghor (মনের ঘর)
Singer : Imran Mahmudul
Lyric : Robiul Islam Jibon
Tune : Imran Mahmudul
Music : Imran Mahmudul
Music Programming and Mix-Master : Imran Mahmudul
Album : Moner Ghor
Language: Bangla
Label : CD Choice
Director : Saikat Reza
Cast : Imran & Nadia Afrin Mim
Cinematographer : Bikash Saha
Edit & Color : SM Tushar
Production : SR Film
Publicity Design: Masum Billah
Released Date : 12-02-2022
'মনের ঘর' লিরিক্স বাংলা :
'তোকে নিয়ে সাজিয়েছি
মনের ঘর দুয়ার,
তুই ছাড়া ভালো থাকার
উপায় নেই তো আর...(2x)
'তোরে কি করে বুঝিয়ে বলি
তোর অলিতে গলিতে চলি,
তোর সাথে মন মিলাতে
চাইছি বার বার।
'তোকে নিয়ে সাজিয়েছি
মনের ঘর দুয়ার
তুই ছাড়া ভালো থাকার
উপায় নেই তো আর...(2x)
'কত করে চাই তোকে
জানে মেঘের দল,
তোর নামে লেখা আমার
স্বপ্নের রং মহল...(2x)
'তোরে কি করে বুঝিয়ে বলি
তোর অলিতে গলিতে চলি
তোর সাথে মন মিলাতে
চাইছি বার বার।
'তোকে নিয়ে সাজিয়েছি
মনের ঘর দুয়ার
তুই ছাড়া ভালো থাকার
উপায় নেই তো আর...(2x)
'যত কাছে পাই তোকে
অল্প মনে হয়,
তোর চোখে দেখি আমার
প্রেমের সূর্যোদয়...(2x)
'তোরে কি করে বুঝিয়ে বলি
তোর অলিতে গলিতে চলি
তোর সাথে মন মিলাতে
চাইছি বার বার।
'তোকে নিয়ে সাজিয়েছি
মনের ঘর দুয়ার,
তুই ছাড়া ভালো থাকার
উপায় নেই তো আর...(2x)