'Tumi Shotti Hoyeo Kolpona' Song Is Sung by Mahtim Shakib. This beautiful romantic song is composed by Barenya Saha & Lyrics Penned by Somraj Das. Starring This Song Rimpa Roy & Mukul Kumar Jana. This Song Director by Saikat Das. Tumi Shotti Hoyeo Kolpona Song Published on 11 Feb 2022 from 'Zee Music Bangla' YouTube Channel.
Song Name : Tumi Shotti Hoyeo Kolpona (তুমি সত্যি হয়েও কল্পনা)
Singer : Mahtim Shakib
Music : Barenya Saha
Lyricist : Somraj Das
Arrangers/Programmers : Dipesh Chakraborty
Mixed & Mastered : Debojit Sengupta
Cast : Rimpa Roy & Mukul Kumar Jana
Production House : Bila Boy Entertainment
Director : Saikat Das
DOP : Rohan Kumar Paul
Editing : Rohan Kumar Paul & Saikat Das
Colorist : Rohan Kumar Paul
Creative Design : Sumanta Dey
MUA : Sourami Chatterjee
Released Date : 11-02-2022
'তুমি সত্যি হয়েও কল্পনা' লিরিক্স বাংলা :
'তোমার নামে সন্ধ্যে সাজে
বুঝবে কবে সই,
কেউ না জানুক শহর জানে
শুধুই তোমায় চাই..
'মায়ার কাঁজলে আদুরে আঁচলে
খুশির চোখ যে মুছাই,
তোমার গাল বেয়ে দুঃখ প্রেম হয়ে
অঝোরেই ঝরে যায়..
'তুমি সত্যি হয়েও কল্পনা
রূপকথারই যন্ত্রনা
তবু থাকলে পাশে
দুঃখ ভুলে যাই
তবু থাকলে পাশে
দুঃখ ভুলে যাই
'মনটা বোঝেনা জুড়েছে বাহানা
মেঘলা দিনের আবছায়ায়,
কথার ধুলো জমছে থাকে
না বলা গল্পেরা মুখ ফেরায়
'চুপ অভিমানে এই ব্যবধানে
যদি ডাক নামে সে ডাকতো আমাকে
মুখচোরা কিছু স্মৃতিতে,
শব্দদের বোবা মিছিলে
যদি বুঝত সেই কাছে টানত যে আমায়..
'তোমার নামে সন্ধ্যে সাজে
বুঝবে কবে সই,
কেউ না জানুক শহর জানে
শুধুই তোমায় চাই..
'মায়ার কাঁজলে আদুরে আঁচলে
খুশির চোখ যে মুছাই
তোমার গাল বেয়ে দুঃখ প্রেম হয়ে
অঝোরেই ঝরে যায়।
'তুমি সত্যি হয়েও কল্পনা
রূপকথারই যন্ত্রনা
তবু থাকলে পাশে
দুঃখ ভুলে যাই
তবু থাকলে পাশে
দুঃখ ভুলে যাই..