Kemon Kore (কেমন করে) Lyrics In Bangla - Hasan S Iqbal | Room Service Natok


'Kemon Kore' Song Is Sung by Hasan S Iqbal from Room Service Bangla Natok. This Song Lyrics In Bengali Written by Robiul Islam Jibon. This Song Music Composed by Hasan S Iqbal. Kemon Kore Song Published On  9 July 2022 from 'Cd Choice' YouTube Channel.

Song Name : Kemon Kore (কেমন করে)
Singer : Hasan S Iqbal
Lyric : Robiul Islam Jibon
Tune  : Hasan S Iqbal
Music : Hasan S Iqbal
Drama : Room Service
Label : Cd Choice
Cast : Farhan Ahmed Jovan, Tanjin Tisha
Director : Preety Dutta
Released Date : 25-05-2022

'কেমন করে' ভালোবাসা' বাংলা :


'ভয় ঠেলে রোজ যত দূরে নেই
আবারো পড়ি পিছিয়ে,
অবুঝ মনের কথাগুলো
বলতে পারিনা গুছিয়ে।

'কেমন করে একটা আমি
তোমার কাছে দ্বারাই
কেমন করে ভালোবাসার
হাতটা আমার বাড়াই,
কেমন করে একটা আমি
তোমার কাছে দ্বারাই
কেমন করে ভালোবাসার
হাতটা আমার বাড়াই।

'চুপটি করে বলবো ভাবি
কাছে গেলেই হাওয়া,
চুপটি করে বলবো ভাবি
কাছে গেলেই হাওয়া..

'এই জীবনে তাইতো আজও
হয়নি তোমায় পাওয়া
বলোনা তুমি বলোনা,
কি করে তোমাকে বোঝাই
কেমন করে একটা আমি
তোমার কাছে দ্বারাই,
কেমন করে ভালোবাসার
হাতটা আমার বাড়াই..

'একটু করে আমার পানে
দিতে যদি খেয়াল,
একটু করে আমার পানে
দিতে যদি খেয়াল..

'ভেঙ্গে যেতো ভীরু মনে
যত দ্বিধার দেয়াল,
বলোনা তুমি বলোনা
কি করে তোমাকে বোঝাই।

'কেমন করে একটা আমি
তোমার কাছে দ্বারাই
কেমন করে ভালোবাসার
হাতটা আমার বাড়াই,
কেমন করে একটা আমি
তোমার কাছে দ্বারাই
কেমন করে ভালোবাসার
হাতটা আমার বাড়াই...

[ সমাপ্তি]

Please do not enter any spam link in the comment box !

Post a Comment (0)
Previous Post Next Post