Chiro Odhora (চির অধরা) Lyrics In Bangla - Miftah Zaman


'Chiro Odhora' Song Is Sung by Miftah Zaman from Bengali Album Shudhu Tomake. This Song Lyrics Written by Tushar Hasan. Music Composed by Amit Malick. Chiro Odhora Song Published On 24 October 2017 from 'G Series Music' YouTube Channel.

Song Name : Chiro Odhora (চির অধরা)
Singer : Miftah Zaman
Lyric : Tushar Hasan
Tune : Miftah Zaman
Music : Amit Malick
Album : Shudu Tomake
Language : Bangla
Label : G Series
Released Date : 24-10-20217

'চির অধরা' লিরিক্স বাংলা :


'অবাক চাঁদের আলোয় দেখো
ভেসে যায় আমাদের পৃথিবী,
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখখানি।

'ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়,
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে..
ভালবাসবো তোমায়,
ভালবাসবো তোমায়।

'তোমার চিরচেনা পথের ওই সীমা ছাড়িয়ে
এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে,
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে
একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে..

'ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন
তবু প্রার্থনা তোমার জন্য
হবেনা মলিন..হবেনা মলিন...
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়,
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালবাসবো তোমায়,
ভালবাসবো তোমায়...

'হাজার বছর এমনি করে
আকাশের চাঁদটা আলো দেবে,
আমার পাশে ক্লান্ত ছায়া
আজীবন রয়ে যাবে,
তবু এই অসহায় আমি
ভালবাসবো তোমাকে,
শুধু যে তোমাকে
ভালবাসবো তোমাকে...

( সমাপ্তি )


Please do not enter any spam link in the comment box !

Post a Comment (0)
Previous Post Next Post