'Bole De' Song Is Sung by Raj Barman from Bhoy Peona Bangla Movie. This Song Lyrics In Bengali Written by Ritam Sen. This Song Music Composed by Dabbu. Starring- SSrabanti Chatterjee and Om Sahani. Bole De Song Published On 25 May 2022 from 'Saregama Bengali' YouTube Channel.
Song Name : Bole De (বলে দে)
Singer : Raj Barman
Lyricist : Ritam Sen
Film Name : Bhoy Peona
Music Composer : Dabbu
Screenplay And Direction : Ayan Dey
DOP : Subhadeep Bag
Presented By : Subhajit Mondal
Story : Supriyo Bhowmik
Label : Saregama Bengali
Released Date : 25-05-2022
'বলে দে' ' লিরিক্স বাংলা :
'তুই ছাড়া, বেসাহারা, এ মন ফেরারি
ঘনালে রাত, জানিনা হাত
কেমন করে ছাড়ি।
'তুই ছাড়া, দিশাহারা, এ মন আনাড়ি,
তোরই নেশায়, মাতোয়ারা
খুঁজে হদিশ তোরই।
'বলে দে, আদরে ইশারায়
আয় না কাছে আয়,
মনেরই কিনারায়।
বলে দে, যেটুকু বলা যায়
ঠোঁটেরই ছোঁয়ায়,
রোদেলা ডানায়...
'চোখেরই বাঁধনে তুই
বাঁধলি আমায় বারোমাস,
অজানা কারণে তুই
বদলে দিলি চারিপাশ।
'ও.. জানিনা কী করে তুই
বাহানা এমন সাজাস,
কেন যে চাইছি শুধু
কখনো চলে না যাস।
'বলে দে, আদরে ঈশারায়
আয় না কাছে আয়,
মনেরই কিনারায়।
বলে দে, যেটুকু বলা যায়
ঠোঁটেরই ছোঁয়ায়,
রোদেলা ডানায়...
'তুই ছাড়া, বেসাহারা, এ মন ফেরারি
ঘনালে রাত, জানিনা হাত
কেমন করে ছাড়ি।
'তুই ছাড়া, দিশাহারা, এ মন আনাড়ি,
তোরই নেশায়, মাতোয়ারা
খুঁজে হদিশ তোরই।
'বলে দে, আদরে ইশারায়
আয় না কাছে আয়,
মনেরই কিনারায়।
বলে দে, যেটুকু বলা যায়
ঠোঁটেরই ছোঁয়ায়,
রোদেলা ডানায়...
[ সমাপ্তি]