Bhober Pagol (ভবের পাগল) Lyrics In Bangla - Nigar Sumi & Jalali Set


'Bhober Pagol' Song Is Sung by Nigar Sumi & Jalali Set. This is a brand new song by Coke Studio Bangla. This is collected from Bengali folk music & popularized by Lalon Band. Bhober Pagol Song Published On  3 May 2022 from 'Coke Studio Bangla' YouTube Channel.

Song  Name : Bhober Pagol (ভবের পাগল)
Vocals : Nigar Sultana Sumi & Jalali Set
Jalali Shafayat
Shadhu
Double S
MC MUGZ
Warda Ashraf- Vocals
Armeen Musa- Vocals
Jannatul Firdous Akbar- Vocals
Saadul Islam – Guitar
Imran Ahmed - Guitar
Shuvendu Das Shuvo - Guitar
Resalat Rasheed (Dhrubo) – Bass Guitar 
Rahin Haider -Tenor Saxophone
Sayonton Mangsang - Alto Saxophone 
Towfiq Arifin - Drums
Mithun Chakra – Percussions/ Tabla
Pradyut Chatterjea - Electric Piano/ Ektara
Shayan Chowdhury Arnob – Sub Synth/ Ektara
Adit Rahman - Keys/ Ektara
Released Date : 03-05-2022

'ভবের পাগল' লিরিক্স বাংলা :


'খাজার নামে পাগল হইয়া
ঘুরি আমি আজমির গিয়া রে
খাজার নামে পাগল হইয়া
ঘুরি আমি আজমির গিয়া রে..

'এতো করে ডাকলাম তরে
এতো করে ডাকলাম তরে
তবু দেখা পাইলাম না
পাগল ছাড়া দুনিয়া চলে না
হায় রে! পাগল ছাড়া দুনিয়া চলে না..

'তুই পাগল, তোর মনও পাগল
তুই পাগল, তোর মনও পাগল
পাগল, পাগল, করিস না
পাগল ছাড়া দুনিয়া চলে না
হায় রে! পাগল ছাড়া দুনিয়া চলে না..
হায় রে! পাগল ছাড়া দুনিয়া চলে না...

'মুর্শিদ আছে দেশে দেশে
এই জগতে কত বেশে রে
মুর্শিদ আছে দেশে দেশে
এই জগতে কত বেশে রে

'ধরতে পারলে পাবি রে তুই
ধরতে পারলে পাবি রে তুই
বেহেশতেরই নাজরানা
পাগল ছাড়া
পাগল ছাড়া দুনিয়া চলে না..

'তুই পাগল, তোর মনও পাগল
তুই পাগল, তোর মনও পাগল
পাগল, পাগল, করিস না!
পাগল ছাড়া দুনিয়া চলে না..

'দমে দমে চালি
কই পালি শই বালি
শইজ লালি
পল্লীগীতি থেইকা পালাগান আর ভাটিয়ালি
ভোম ভোলা সাই ভোম কালী দে তালি

'বিডি র‍্যাপের গারদ পুরান ঢাকা কোতোয়ালি
পাগলের দল জটলাতে,
আস্তানায় মজমাতে
পট থিকা টোপলাতে
ঝোলা থিকা পোটলাতে

'আর জয় গুরু থেইকা
জয় বাবা লোকনাথে
বৈরাগী আন্ডারগ্রাউন্ড
কলিকাতার ভূতনাথে।

'শই জালাল
লাল কাপর ড্যালে!
বিল এর ভিতরে ভাট্টি মানে হিল এর
উপরে মিল কইরা ঝিলপাড়ের জঙ্গলের,
মর্ডান কবি লেখে..

'আর ছাইড়া দিলে যেমনে পুরা দেশবাসী দেখে,
জ জ জয় ভান্ডারী চিটাগাইঙ্গা ব্যাকে,
ধুঁয়ার চোটে কানা যেমনে নারিকেলের ধূপ মাইরা সেট
পাগলার কথা বাড়তি জালালি গ্রুপ এক এর,
আর শনি থেইকা লইয়া সোজা গুরুবারে ঠ্যাকে।

'মাটির বাংলার শ্যামলা চামড়ার
মাঝি মাল্লা কৃষি কামলা
মর্জিনার দেওয়ানা
যাযাবর যতটি জটা পাগল
ঢোলের তালে হেইলা দুইলা
নাইচা গায়া হাইসা খেইলা
জাল্লে জালালি জালা
ভবের বাত্তির জোলাভাতি
গানের পাগল জাতের পাগল
জুইতের পাগল ভাতের পাগল
গোলে পাগল মালে পাগল
বাক্সে বন্দী লক্ষ পাগল
ভবের পাগল রবের পাগল
এই দুনিয়ার সবই পাগল
জাল্লে জালালি জালা
জাল্লে জালালি শই।

'তুই পাগল, তোর মনও পাগল
তুই পাগল, তোর মনও পাগল
পাগল, পাগল, করিস না
পাগল ছাড়া দুনিয়া চলে না..
হায় রে! পাগল ছাড়া দুনিয়া চলে না..
হায় রে! পাগল ছাড়া দুনিয়া চলে না..
হায় রে! পাগল ছাড়া দুনিয়া চলে না..

[ সমাপ্তি]

Please do not enter any spam link in the comment box !

Post a Comment (0)
Previous Post Next Post