Poran Bondhure (পরাণ বন্ধুরে) Lyrics In Bangla - Imran Mahmudul | Payel


'Poran Bondhure' Song Is Sung by Imran Mahmudul. Featuring: Imran And Keya Payel. Music Composed by Imran & Song Lyrics In Bengali Written by Kabir Bakul. This Song Director by Saikat Reza. Poran Bondhure Song Published on 5 Septenber 2021 from 'CMV' YouTube Channel.

Song Name : Poran Bondhure (পরাণ বন্ধুরে)
Singer : Imran Mahmudul
Lyric : Kabir Bakul
Tune & Music : Imran Mahmudul
Music Programming & Mix master : IMRAN MAHMUDUL
Director : Saikat Reza
Cast: Imran & Keya Payel
Edit : SM Tushar
DOP : Bikash Saha
Stylish: Tanzhil Jony
Choreographer : Rohan Belal
Label : Central Music and Video [CMV]
Album : Single
Released Date : 05-09-2021

'পরাণ বন্ধুরে' লিরিক্স বাংলা :


'পাখি খাঁচা ভেঙ্গে উড়ে গেলে
আর আসে না,
মেঘে ঐ চাঁদ ঢেকে গেলে
রাত হাসে না।
একদিন একবার তোমাকে না দেখলে
হায় হায় প্রান যায় রে,
চোখেরই সামনে তাই তুমি থাকো রে
এই মন তাই চায় রে..

'পরান বন্ধুরে
তুমি যাইয়ো না দূরে,
দূরে গেলে প্রান পাখিটা
যাবেরে উড়ে।
পরান বন্ধুরে
তুমি যাইয়ো না দূরে,
ভালোবাসা হয়ে তুমি
আছো মন জুড়ে।

'তুমি এতো বেশি অভিমানী
বুঝিনি আগে,
শুধু ভুল করে ভুল বোঝো
এই আমাকে।

'সেই ভুলটা ভাঙাতে করি বৃথা চেষ্টা
দিনটাই হয় নষ্ট,
ভুল না করেও নির্দোষ মনটা
একাকি পায় কষ্ট। 

'পরান বন্ধুরে
তুমি যাইয়ো না দূরে,
দূরে গেলে প্রান পাখিটা
যাবেরে উড়ে।
পরান বন্ধুরে
তুমি যাইয়ো না দূরে,
ভালোবাসা হয়ে তুমি
আছো মন জুড়ে।

'তোমাকে ভালোবেসে হয়েছি বেহাল
তুমি কি কখনো তা করেছো খেয়াল..?
মনে মনে নাম নেই 
দেখি চেয়ে সামনেই
তুমি আছো ঠাঁই দাড়িয়ে,
দুটি হাত বাড়াতেই
দেখি ছুঁয়ে তুমি নেই,
হাওয়া হয়ে যাও হারিয়ে। 

'পরান বন্ধুরে..!
তুমি যাইয়ো না দূরে।
দূরে গেলে প্রান পাখিটা
যাবেরে উড়ে..!

'পরান বন্ধুরে..!
তুমি যাইয়ো না দূরে।
ভালোবাসা হয়ে তুমি
আছো মন জুড়ে..!

'পরান বন্ধুরে...
পরান বন্ধুরে...

'পরান বন্ধুরে
তুমি যাইয়ো না দূরে,
দূরে গেলে প্রান পাখিটা
যাবেরে উড়ে।
পরান বন্ধুরে
তুমি যাইয়ো না দূরে,
ভালোবাসা হয়ে তুমি
আছো মন জুড়ে..

( সমাপ্তি )


Please do not enter any spam link in the comment box !

Post a Comment (0)
Previous Post Next Post