Ei Mayabi Chander Raate (এই মায়াবী চাঁদের রাতে) Lyrics In Bangla - Chamok & Bonni | Baba Baby O



'Ei Mayabi Chander Raate' Song Is Sung by Chamok & Bonni from Baba Baby O Bangla Movie. This Song Lyrics In Bengali Written by Chamok Hasan, Firoza Bonhi. This Song Music Mixing & Mastering by Amit Chatterjee. Starring This Song  Jisshu Sengupta, Solanki Roy And Others. This Song Published On 1 January 2022 from 'WINDOWS ' YouTube Channel.

Song Name : Ei Mayabi Chander Raate (এই মায়াবী চাঁদের রাতে)
Singer : Chamok Hasan, Ikkshita Mukherjee, Hemlata Chakraborty, Barnomala
Lyrics : Chamok Hasan & Firoza Bonhi
Movie : Baba Baby O
Composition : Chamok Hasan
Arrangements & Design : Amit-Ishan, Rudraneel Chowdhury
Guitar Design: Subhamoyy Chowdhury
Additional Sound Design: Amit Kumar Dutta
Label : WINDOWS 
Released Date : 01-01-2022

'এই মায়াবী চাঁদের রাতে' লিরিক্স বাংলা :


'এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে,
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই।

শুনতে চাই..!

'কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।

কিন্তু..
বলেছিলে আমার জন্য লিখবে এমন গান
হবে এক মিষ্টি..মধুর প্রেমের উপাখ্যান।

'শোনো প্রিয়, শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন,
শোনো প্রিয়, শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন,
এখনই গানের ভাষায় স্বপ্ন আশা
তোমায় শোনাতে চাই।

বলো..! শুনতে চাই..!

'কিন্তু, তার পরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই।

'এই যে এই গানটা
তার যে শেষ প্যারাটা,
এই যে এই গানটা
তার শেষ অন্তরাটা,
কত-রঙা স্বপ্ন কথায়
সাজানো ছিল যে সেটা।

ছিল..? কোথায় গেল..?

'কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়,
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
বা, বা,

'কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়,
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
তারপর..?

'সেই কুঠিটা এতই গহীন, পাচ্ছি না খুঁজে হায়..!
হায়, হায়, হায়
তার পরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।

'এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে,
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই।

বলো শুনতে চাই..!
'কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।
নাই নাই তার পরে আর গানের কথা,
দরকার নাই।

[ সমাপ্তি]


Baba Baby O Bangla Movie More Songs Lyrics :
Lyrics : Ritam Sen, Composition : Amit-Ishan


Lyrics : Amit Chatterjee, Composition : Amit Ishan

Please do not enter any spam link in the comment box !

Post a Comment (0)
Previous Post Next Post